Aadhar Update – ভারতের প্রতিটি নাগরিকের কাছে একটি গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড। যা ইউআইডিএআই কর্তৃপক্ষের তরফে সকল বাসিন্দাদের দেওয়া হয়ে থাকে। আধারে দেওয়া তথ্য প্রতি ১০ বছর পর পর আপডেট (Aadhar Update) করতে হয়। UIDAI Aadhar Update সম্পর্কে দীর্ঘদিন ধরেই প্রচার চালাচ্ছে। UIDAI জানিয়েছে ১০ বছরের মধ্যে আধার আপডেট না করালে আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে সকল নাগরিককে আধার আপডেট করার কথা টুইট করে জানিয়েছেন ইউআইডিএআই কর্তৃপক্ষ।
আরও পড়ুন – PM Svanidhi Yojana – সরকার দিচ্ছে ৫০ হাজার টাকা, কারা পাবেন এই সুবিধা, জেনে নিন।
যদি আপনার আধার কার্ড ১০ বছর পুরনো হয়ে থাকে, তাহলে আধার কার্ডের তথ্য বিবরণ পুনরায় আপডেট করে নিতে হবে। আধার আপডেট (Aadhar Update) না করলে নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধও হয়ে যেতে পারে। UIDAI বিনামূল্যে আধার কার্ড আপডেট (Free Aadhar Update) করার সুবিধাও দিয়েছেন। UIDAI আগে ১৪ জুন পর্যন্ত আধার আপডেটের সময়কাল নির্দিষ্ট করে দিয়েছিল।
Free Aadhar Update Service.
তবে আধার কার্ড বিনামূল্যে আপডেটের সময়কাল ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে। UIDAI জানিয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের নাগরিকরা কোনো চার্জ ছাড়াই তাদের আধার আপডেট করতে পারবেন। আধারের তথ্য আপডেট করতে নাগরিকদের অন্য কোথাও যেতে হবে না। সকল নাগরিক ঘরে বসে বিনামূল্যেই আধার আপডেট (Free Aadhaar Update) করতে পারবেন।
My Aadhaar পোর্টালে গিয়ে আধার কার্ডের নাম, জন্মের তারিখ, ঠিকানা ও অন্যান্য বিষয়গুলি খুব সহজেই আপডেট করা সম্ভব। এই আপডেট পরিষেবার জন্য কোনও টাকা দিতে হবে না। তবে কেবলমাত্র অনলাইন আপডেটের ক্ষেত্রেই এই বিনামুল্যে সুবিধা মিলবে। আর আধার কেন্দ্রে গিয়ে আপডেট করলে ৫০ টাকা খরচ করতে হবে। অনলাইনের মাধ্যমে বিনামূল্যে আধার আপডেট করবেন কীভাবে দেখে নিন।
বিনামূল্যে আধার আপডেট (Aadhar Update) করবেন কীভাবে ?
- ১) প্রথমে https://myaadhaar.uidai.gov .in এই ওয়েবসাইটে গিয়ে My Aadhaar অপশনে ক্লিক করতে হবে।
- ২) সেখানে নিজের আধার নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করতে হবে।
- ৩) এরপর ডকুমেন্ট আপডেটে ক্লিক করে বর্তমান বিশদগুলি দেখে নিতে হবে।
- ৪) এরপর আসল নথিগুলির স্ক্যান করা কপিগুলি আপলোড করতে হবে।
- ৫) সবশেষে সাবমিট করলেই আধার আপডেট প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।
অনলাইনে আধার আপডেট (Aadhar Update) করা একটি খুব সহজ প্রক্রিয়া যা কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন করা যায়। আপনি যদি এখনও আধার কার্ড আপডেট না করে থাকেন, তাহলে আর সময় নষ্ট না করে এক্ষুনি আধার আপডেট করে নিন। নয়ত ভবিষ্যতে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে।
আরও পড়ুন – Electricity Bill – অবশেষে বিদ্যুৎ বিল নিয়ে স্বস্তির খবর! কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী