Saturday, October 26, 2024
HomeEconomy100 Rupee Coin - এবার মিলবে ১০০ টাকার নতুন কয়েন! এর বিশেষত্ব...

100 Rupee Coin – এবার মিলবে ১০০ টাকার নতুন কয়েন! এর বিশেষত্ব কি? কি বললেন প্রধানমন্ত্রী জেনে নিন।

100 Rupee Coin – টাকা মানব জীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। টাকা থাকলেই পকেট গরম থাকে। টাকা থাকলেই যা ইচ্ছে তাই কিনে ফেলা যায়। আর পকেটে টাকা না থাকলে কষ্ট কি তা বোঝা যায়। মাঝে মাঝে আমরা টাকার অভাবে অনেক চাহিদাই পূরণ করতে পারি না। এছাড়া টাকা না থাকলে কেউই মূল্য দেয় না। মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করতে কতটা কষ্ট করতে হয় তা শুধু তারাই বোঝে যারা রোজগার করে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিন্তু কখনও ভেবেছেন কি, এই যে টাকা কিংবা পয়সা আপনি খরচ করেন, তা তৈরি করতে সরকারেরও খরচ হয়।১, ২, ৫, ১০ টাকার কয়েন আছে।তবে এখন ১, ২ টাকার কয়েন তেমন একটা দেখতে পাওয়া যায়: না। আজকাল আবার মাঝে মধ্যে ২০ টাকার কয়েনও কিন্তু দেখা যাচ্ছে। তবে এবার সকলকে চমকে দিয়ে বাজারে আসতে চলেছে ১০০ টাকার কয়েন (100 Rupee Coin). হ্যাঁ ঠিকই শুনছেন, বাজারে আসছে ১০০ টাকার কয়েন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে এই কয়েন তৈরি (100 Rupee Coin) করছে কেন্দ্রীয় সরকার।

আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রবিবার করে করা ‘মান কি বাত’ অনুষ্ঠানের ১০০ তম পর্ব হচ্ছে। তাই সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ স্মারক মুদ্রা বাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার। এই ১০০ টাকার কয়েন (100 Rupee Coin) স্মারক হিসেবে চালু করা হবে। এই ১০০ টাকার নতুন কয়েন শুরুর সাথে সাথে আরও একাধিক পরিকল্পনা নিয়েছে সরকার।

আরও পড়ুন – New Prokolpo – আর না বেকার! রাজ্যের সকলেই চাকরি পাবেন, এই প্রকল্পের মাধ্যমে, জেনে নিন কিভাবে।

অর্থাৎ শীঘ্রই বাজারে আসছে ১০০ টাকার নতুন (100 Rupee Coin) মুদ্রা। নতুন এই কয়েন চালু করা নিয়ে সমস্ত রকম প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে। এক লক্ষের বেশি বুথে অনুষ্ঠানটির পর্ব সম্প্রচারের পরিকল্পনা করা হতে পারে বলে জানা যাচ্ছে।

নতুন এই ১০০ টাকার কয়েনটির (100 Rupee Coin) বিশেষত্ব কী কী থাকছে?

১) নতুন এই ১০০ টাকার কয়েন (100 Rupee Coin) ৪৪ মিলিমিটারের গোলাকার আকৃতির।
২) এই কয়েন তৈরি করতে রুপো, তামা, নিকেল এবং দস্তার ব্যবহার হচ্ছে। এর ৫০ শতাংশ তৈরি হবে খাঁটি রুপো দিয়ে। আর ৪০ শতাংশ তামা থাকবে এবং ৫ শতাংশ করে নিকেল ও দস্তা থাকবে।
৩) এই কয়েনের উল্টোদিকে মাঝখানে ১০০ টাকার কয়েনে অশোক স্তম্ভ থাকবে এবং অশোক স্তম্ভের নিচে ‘সত্যমেব জয়তে’ লেখা থাকবে।

৪) এছাড়াও দেবনগরী হরফে ভারত এবং ইংরেজি লিপিতে ইন্ডিয়া লেখা থাকবে।
৫) মুদ্রার মধ্যে মন কি বাত-এর ১০০ তম পর্বের প্রতীক হিসেবে শব্দ তরঙ্গ সহ একটি মাইক্রোফোনের ছবি থাকবে। আর সেই মাইক্রোফোনের ২০২০ লেখা থাকতে চলেছে।
৬) এছাড়াও মন কি বাত ১০০ ও লেখা থাকতে চলেছে।
৭) এই কয়েনের ওজন থাকবে ৩৫ গ্রাম।

আরও পড়ুন – Old note sale – এই পাঁচ টাকার নোট আছে কী? তাহলে রাতারাতি লাখপতি হতে পারেন আপনিও জেনে কিভাবে।

Prabir Biswas
Prabir Biswashttp://sakalerbarta.com
আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments