Saturday, October 26, 2024
Homeটেক গাইডসমস্যা বাড়াচ্ছে ফোনের নেটওয়ার্ক, ফোনে ইন্টারনেট স্পিড বাড়াতে এই সহজ কয়েকটি টিপস...

সমস্যা বাড়াচ্ছে ফোনের নেটওয়ার্ক, ফোনে ইন্টারনেট স্পিড বাড়াতে এই সহজ কয়েকটি টিপস মেনে চলুন

mobile internet speed

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমান সময়ে স্মার্টফোনের অন্যতম একটি সমস্যা হল দুর্বল নেটওয়ার্ক।অনেকেই এর কারণে ফোন কল করতে বা ইন্টারনেট ব্যবহার করতে অসুবিধায় পড়েন।সিম কার্ড নোংরা বা অনেক কারণে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে নানা সমস্যা দেখা দেয়।তবে স্মার্টফোন কানেক্টিভিটির অসুবিধা থাকলে সবার প্রথমে সিম কার্ড পরিস্কার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।তাই যদি কোনো কারনে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে প্রব্লেম দেখা দেয় তবে সিম কার্ড পরিস্কার করতে পারেন।জেনে নিন কিভাবে সিম কার্ড পরিষ্কার করবেনঃ-

১)সবার প্রথমে স্মার্টফোন বন্ধ করুনঃ-

প্রথমে মোবাইলের পাওয়ার বাটন প্রেস করে হোল্ড করুন 10 সেকেন্ড।ফোনে যদি চার্জার কানেক্ট করা থাকে তবে খুলে ফেলুন চার্জার।

২)এবার সিম কার্ড বের করুনঃ-

ফোনের বাঁ দিকে সিম কার্ডের ট্রে থাকে, পিন ব্যবহার করে ট্রে খুলে সিম বের করে নিন। অনেক ফোনেই ব্যবহার করা হয় ই সিম।ভার্চুয়াল সিম কার্ড কানেক্টেড থাকে।আবার আবার কিছু কিছু ফোনের সিম কার্ড থাকে ব্যাটারির নীচে।এক্ষেত্রে ফোনের ব্যাক কভার ওপেন করে,ব্যাটারি খুলে সিম কার্ড বের করে নিন।

৩) সিম কার্ড পরিস্কার করবেন কীভাবেঃ-

ফোন থেকে সিম কার্ড বেরিয়ে এলে তা পরিস্কার করবেন কীভাবে দেখুন-

১)রাবিং অ্যালকোহলঃ-
প্রথমে একটি কাপড় অ্যালকোহলে সামান্য ভিজিয়ে নিন।তবে 90-99% ঘনত্বের মধ্যে অ্যালকোহল নিতে হবে।

২)ইলেকট্রনিক ক্লিনিং স্প্রেঃ- ইলেকট্রনিক ক্লিনিং স্প্রে ব্যবহার করেও মোবাইলের সিম কার্ড পরিস্কার করা যেতে পারে।

৩)রাবার ইরেজারঃ-
রাবার ইরেজার বা ইরেজার দিয়ে সিম ঘষলেও সিম কার্ড পরিস্কার হয়ে যায়।

৪)গোল্ড গার্ড পেনঃ-
গোল্ড গার্ড পেন ব্যবহার করেও সিম কার্ড পরিস্কার করা যায়।

৫)টুথপেস্টঃ-
অন্য কোনো উপায় না থাকলে ট্রুথপেস্ট ব্যবহার করেও পরিস্কার করা যেতে পারে সিম কার্ড।

৬)শুকনো কাপড়ঃ-
এই সমস্ত কিছু হাতের কাছে না থাকলে এক টুকরো শুকনো কাপড় দিয়েও সিম কার্ড পরিষ্কার করা যেতে পারে।

 

এরপর সিম কার্ড পরিস্কার হবার পরে সিমের ট্রে তে সিম ভরে নিন।তারপর গোল্ডেন কানেক্টরগুলি পরিস্কার করে নিন।এরপর সিম ঢুকিয়ে পাওয়ার বাটন প্রেস করে মোবাইল চালু করুন।এতেও যদি সিম কার্ডের সমস্যা ঠিক না হয় তবে সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন।

Prabir Biswas
Prabir Biswashttp://sakalerbarta.com
আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments