Home » টেক গাইড » Online Pan Card Correction – আপনার Pan Card-এ ভুল রয়েছে? বাড়িতে বসেই সংশোধন করতে পারবেন।

Online Pan Card Correction – আপনার Pan Card-এ ভুল রয়েছে? বাড়িতে বসেই সংশোধন করতে পারবেন।

Pan Card-এর ভুল, বুঝতে পারছেন না কিভাবে সংশোধন করবেন? জেনে নিন বিস্তারিত Online Pan Card Correction সম্পর্কে।

Online Pan Card Correction করতে পারেন খুব সহজে। আজকাল কমবেশি সকলের কাছেই একটি করে Pan Card রয়েছে, তা সে ব্যবসায়ী হোক কিংবা চাকুরিজীবী। Pan Card না থাকলে মানুষ নানান সমস্যায় পড়তে পারে। বিভিন্ন Online Transaction-এর জন্য Pan Card থাকা আবশ্যিক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যদি কারো Pan Card না থাকে, তবে খুব সহজেই এর জন্য সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করা যায়। এছাড়া এই কার্ড আপনার Identity Proof হিসেবেও কাজ করে থাকে ,পাশাপাশি বহন করে থাকে আপনার নাগরিকত্ব। আয়করদাতা(Income Tax Payer)-দের এই কার্ড থাকা একপ্রকার বাধ্যতামূলক।

Aadhar PAN card link – আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক না করলে লেট-ফি হিসাবে দিতে হতে পারে ১০,০০০ টাকা। কীভাবে করবেন আধার ও প্যান লিঙ্ক দেখে নিন।

তাই এই কার্ডে যাতে নাম, ছবি, ঠিকানা, বয়স,লিঙ্গ,জন্ম তারিখ ইত্যাদি সংক্রান্ত কোনো ভুল না থাকে, সেই বিষয়ে খেয়াল রাখা উচিত। আর যদি ভুল থাকে,তাহলে চিন্তার কোনো বিষয় নেই। কয়েকটি ধাপ অনুসরন করে খুব সহজেই Pan Card-এর এই ভুল অনলাইনে সংশোধন (Online Pan Card Correction) করে নেওয়া যায়।

Online Pan Card Correction বা অনলাইনে Pan Card সংশোধন
১. আপনাকে NSDL( National Securities Depository Limited)-এর e-governance এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সার্ভিস সেকশন(Service Section) অপশনটিকে বেছে নিতে হবে।

২.এবার সেখান থেকে প্যান ডেটা চেঞ্জ (Pan Data Change) অপশনে ক্লিক করলেই একটি ড্রপ ডাউন মেনু (Drop Down Menu) খুলে যাবে।
৩. সেখান থেকে আপনার প্যান কার্ডের ধরন বেছে নিন।

E shram card বা ই শ্রম কার্ড থাকলে অ্যাকাউন্টে ২০০০ টাকা করে ঢুকছে! না ঢুকলে কিভাবে আবেনন করবেন জেনে নিন

৪. এবার কিছু প্রয়োজনীয় তথ্য,যেমন-আপনার নাম, জন্মতারিখ,মেইল আইডি(Mail ID.), মোবাইল নম্বর ইত্যাদি সংক্রান্ত একটি ফর্ম পূরণ করতে বলা হবে।
৫. ব্যাস, এবার ক্যাপচা কোড (Captcha Code) বসিয়ে সাবমিট করে দিতে হবে।

৬. এই ফর্মটি সাবমিট হলেই আপনার মেইল আইডি কিংবা মোবাইল নম্বরে একটি কোড ও লিঙ্ক চলে আসবে।
৭. ঐ লিঙ্কে ক্লিক করলেই খুলে যাবে প্যান আপডেট পেজ (Online Pan Card Correction).

৮. যাবতীয় তথ্য পূরণ করে Next Button-এ ক্লিক করতে হবে।
৯. এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস্ আপলোড করে পেমেন্ট (Payment) করতে হবে। পেমেন্টের জন্য আপনি নেট ব্যাংকিং, ডিমান্ড ড্রাফট কিংবা ডেবিট/ক্রেডিট কার্ড বেছে নিতে পারেন।

১০. পেমেন্ট হয়ে গেলে আপনাকে যে রসিদ (Slip)-টি দেওয়া হবে, সেটি প্রিন্ট‌ করে নিন। এতে নিজের এক কপি ফটো লাগিয়ে স্বাক্ষর (Signature) করুন। পাঠিয়ে দিন উপরে দেওয়া NSDL-এর e-governance-এর ঠিকানায়।

প্যান কার্ডে (PAN Card) থাকা পুরনো ছবি বদলাতে চান কি? জানুন কীভাবে

সবকিছু ঠিক থাকলে শীঘ্রই আপনার প্যান কার্ড আপডেট (Online Pan Card Correction) হয়ে যাবে।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Arpita Sen.

সকালের বার্তার নিউজ সবার আগে পেতে Follow করুন সকালের বার্তার গুগল নিউজ, সকালের বার্তা ফেসবুক পেজ, সকালের বার্তা টেলিগ্রাম গ্রুপ ও WhatsApp Group.

About Author
Prabir Biswas

Prabir Biswas

আমি গত চার বছর ধরে সকালের বার্তা ডিজিটাল নিউজ মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত আছি। আমি মুলত যেকোনো ধরণের জেনারেল নিউজ যেমন সরকারি চাকরির আপডেট, স্কলারশিপ, সরকারি প্রকল্প, অর্থনৈতিক, টেকনোলজি ইত্যাদি বিষয়ে লেখায় পারদর্শী।

Leave a Comment

sakalerbarta news logo

Sakaler Barta News is a regional Bengali news portal. Our registration number UDYAM-WB-14-0112482 under SAKALER BARTA Startup Company. We provide information on Latest News of India, and also Our mission is to deliver genuine information related to careers educational and finance, current affairs, and trending News.