DA Awareness – বর্তমানে খবরের শিরোনামে সব সময় রয়েছে সরকারি কর্মীদের ডিএ সমস্যা। এবার বকেয়া থাকা DA Awareness নিয়ে বড় সুখবর দিল রাজ্য সরকার। ২০১৫ সালের ছয় মাসের বকেয়া ছয় শতাংশ ডিএয়ে ঘোষণা করল রাজ্য সরকার। ফলে রাজ্য সরকারের ওপর হয়তো আবারো বাঁচতে চলেছে কোটি টাকার চাপ।
বহুদিন ধরেই বকেয়া (DA Awareness) ছিল রাজ্য সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডি এ। এবার সেই ডিয়ারনেস অ্যালোওয়েন্স ক্লিয়ার করে দিতে চলেছে রাজ্য সরকার। ২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সমস্ত ডিয়ের বকেয়া মিটিয়ে দেবে রাজ্য সরকার।
বকেয়া ছয় মাসের ডিয়ে (DA Awareness) মিটিয়ে দিতে চলেছে রাজ্য সরকার।
পাঞ্জাব রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, তারা তাদের সমস্ত সরকারি কর্মচারীদের বাকি থাকা 2015 সালের ছয় মাসের ডি এ (DA Awareness) মিটিয়ে দিতে চাইছেন। পাঞ্জাব সরকারের তরফে জানানো হয়েছে 6 শতাংশ হারে বকেয়া ডিয়ারনেস অ্যালোওয়েন্স দেবেন তারা। ২০১৫ সালের বকেয়া থাকা ওই ছয় মাসের ডিয়ে মিটিয়ে দিতে চলেছে রাজ্য সরকার।
পাঞ্জাব সরকারের তরফে জানানো হয়েছে এই বকেয়া মেটানোর ফলে সরকারি ভাণ্ডারে পড়বে বেশ খানিকটা টান, ৩৫৬ কোটি টাকার বোঝা নতুন করে চাপতে চলেছে পাঞ্জাব সরকারের ঘাড়ে শুধুমাত্র এই বকেয়া টি মেটানোর জন্য। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই বকেয়া (DA Awareness) মেটানোর জন্য পাঞ্জাব সরকারের খরচ হবে মোট 356 কোটি টাকার কাছাকাছি।
আরও পড়ুন – এই গরমে দেখে নিন উত্তরবঙ্গের সেরা ১০ টি ভ্রমণ স্থান। Ten Traveling Places of North Bengal.
ছয় শতাংশ ডিএয়ের (DA Awareness) জন্য ৩৫৬ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে।
এই ডিয়ারনেস অ্যালোওয়েন্স ক্লিয়ার করার কথা নিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, ‘রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাই তাঁদের স্বার্থ সুরক্ষিত করা রাজ্য সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। ‘তিনি এক টুইট করে এও জানান,’ সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার। আজ সরকারি কর্মচারীদের ডিএয়ের বাকি থাকা কিস্তি প্রদান করা হল। ২০১৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ছয় শতাংশ ডিএয়ের জন্য ৩৫৬ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। আমরা যেটা বলি, সেটাই করি।’
ডিএ (DA Awareness) পেয়ে খুশি পাঞ্জাবের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা। অন্যদিকে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা এখনো পাননি তাদের বকেয়া ডি এ। সেই নিয়ে তারা বারবার আন্দোলন করে চলেছেন কিন্তু তাও কোন সুবিধা মেলেনি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বলেছেন, ডি এ রাজ্য সরকার খুশি হয়ে উপহার হিসাবে কর্মচারীদের দেন তাই সরকারের কাছে পয়সা থাকলে অবশ্যই সরকার এটি দেবে, না হলে তারা দিতে পারবে না।
আরও পড়ুন – SBI – গ্রাহকদের মাথায় হাত, আসছে নতুন নিয়ম, টুইট করল SBI অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে।