পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১২৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য বিরাট সুবিধার ঘোষণা করলো ব্যাঙ্ক কর্তৃপক্ষ

Advertisement

Punjab National Bank 125th Foundation Day

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Punjab National Bank 125th Foundation Day: ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা জালিয়াতির ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে।এরফলে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ব্যাংক গ্রাহকদের জন্য কিছুদিন আগে কার্ডলেস ক্যাশ উইথড্রলের সুবিধা নিয়ে এসেছে। বর্তমানে এই সুবিধা রাষ্ট্রীয় মালিকানাধীন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকেরা পেয়ে যাবেন।১২৮ তম প্রতিষ্ঠা দিবসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এর জন্য চালু করা হলো ‘কার্ডলেস ক্যাশ উইথড্রলের’ সুবিধা।গ্রাহকদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুবিধা দিতেই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।

Advertisement

১৯ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার থেকেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সমস্ত গ্রাহকদের জন্য এই নতুন সুবিধা (PNB Rules) চালু করা হলো।এবার থেকে গ্রাহকেরা এই সুবিধার ফলে বিনা কার্ডেই এটিএম থেকে টাকা তুলতে পারবেন।এইভাবে এটিএম থেকে টাকা তোলার জন্য ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা UPI ব্যবহার করা হয়।এর আগে অনেক ব্যাংকেই গ্রাহকদের উদ্দেশ্যে চালু করা হয়েছে এই সুবিধা।এবার থেকে এই সুবিধা পিএনবি ব্যাংকের গ্রাহকেরাও পেয়ে যাবেন।তাছাড়া ব্যাংকের তরফ থেকে লঞ্চ করা হয়েছে ভার্চুয়াল ডেবিট কার্ড।

Advertisement

এ বিষয়ে পিএনবি- র এমডি এবং সিইও অতুল কুমার গয়াল জানান, আর্থিক লেনদেনের সুবিধাটি আরো মজবুত করার জন্য পিএনবি এর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।এই সুবিধার ফলে কার্ড গ্রাহকরা টাকা তুলতে গেলে আর নিয়ে যেতে হবে না ডেবিট কার্ড।ফলে কার্ড হারানো বা তথ্য ফাঁসের কোনো সম্ভাবনা থাকবে না।অনেক সময় কার্ড ক্লোনিং করার মাধ্যমে জালিয়াতি করা হয়।পিএনবি ব্যাংকের নতুন এই সুবিধার জন্য উপকৃত হবেন কোটি কোটি গ্রাহক।

Advertisement
Join Join