Advertisement

Rs 500 Note News – ৫০০ টাকার নোট নিয়ে এই নতুন নোটিশ জারি করল RBI.

Advertisement

আপনি কি ৫০০ টাকার নোট (500 Note News) ব্যবহার করছেন আপনার কাছে কি ৫০০ টাকার নোট রয়েছে? তাহলে এই প্রতিবেদন আপনার জন্যই ! রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ নতুন বিজ্ঞপ্তি জারি করেছে এই ৫০০ টাকার নোট নিয়ে। বর্তমানে বাজারে দু ধরনের ৫০০ টাকার নোট (500 Note News) দেখা যায়। তার মধ্যে নাকি এক প্রকার নোট জাল! সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এক ভিডিওতে এই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। আপনি জানেন কি কি বলা হচ্ছে এই ভিডিওতে?

এই ভিডিও অনুযায়ী বাজারের মোট দু’রকমের 500 টাকার নোট (500 Note News) পাওয়া যাচ্ছে যার মধ্যে এক প্রকার নোট নাকি পুরোপুরি জাল। সরকারি সংস্থা পিআইবিও এই ভিডিও সত্যতা যাচাই করেছে। এই ভিডিও অনুযায়ী,৫০০ টাকার (500 Note News) এমন কোনও গ্রহণ করবেন না যেখানে সবুজ স্ট্রিপ আরবিআই গভর্নরের স্বাক্ষরের মধ্য দিয়ে যায় কিনবা এটি গান্ধীজির ছবির খুব কাছাকাছি থাকে।

Advertisement

আরও পড়ুন – Indian Rs 2000 note – বন্ধ হল ২০০০ টাকার নোট! বদলাবেন কীভাবে? কতদিন সময় আছে জানুন বিস্তারিত।

তবে সরকারি সমস্যা টিআইবি এই ভিডিও সত্যতা যাচাই করে বলেছে এটি পুরোপুরি একটি ফেক নিউজ। ভিডিওর বিষয়বস্তু ভুয়ো বলে জানিয়েছেন তারা। RBI তরফে জানানো হয়েছে এই দুই ধরনের নটি বৈধ (500 Note News) এর মধ্যে একটি নোট ও ফেক নয় আপনার কাছেই দুই ধরনের নোট থাকলেই আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এগুলো।

বর্তমানে এই ধরনের ভু-নিউজ বাজারে প্রচুর পরিমাণে ছড়াচ্ছে। তাই প্রথমেই কোন নিউজ পড়ে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই অবশ্যই সেই নিউজটি সত্যটা আগে যাচাই করুন তারপর সেটি নিয়ে চিন্তা করুন। আপনিও চাইলে এই পিআইডি সংস্থার দ্বারা যে কোন নিউজের সত্যতা যাচাই করিয়ে নিতে পারবেন। যাচাই করানোর আগে পর্যন্ত আপনি কোনভাবে এই সমস্ত নিউজ ফরওয়ার্ড করবেন না অথবা ছড়াবেন না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিউজটি ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আপনাকে পিআইবির অফিসার ওয়েবসাইট https://factcheck.pib.gov.in/- এ যেতে হবে। তারপর সমস্ত কিছু তথ্য জমা করতে হবে এবং সেই তথ্য জমা করার কিছুক্ষণের মধ্যেই আপনি আপনার খবরে সত্যতা জানতে পারবেন। এছাড়া আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এই কাজ করতে পারেন ।+918799711259 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করার মাধ্যমে আপনি আপনার খবরে সত্যতা যাচাই করতে পারবেন। এছাড়া পিআইবির অফিসার ইমেইল এড্রেস [email protected] এই ইমেইল করেও আপনি যে কোন খবরে সত্যতা যাচাই করতে পারেন।

আরও পড়ুন – 2000 Notes Withdrawn – নোট বন্দীর ইতিহাসকে উসকে দিয়ে বন্ধ হচ্ছে ২০০০ টাকার নোট !

Join Join