Advertisement

Kisan Rin Portal – চালু হল কিষান ঋণ পোর্টাল, এই পোর্টালে কী কী সুবিধা পাওয়া যাবে জানুন।

Kisan Rin Portal – দেশের কৃষকদের সুবিধার্থে কেন্দ্র সরকার এবার বড়সড় পদক্ষেপ গ্রহন করল। চাষিদের সুবিধার জন্য এক বিশেষ পোর্টাল চালু করেছে কেন্দ্র সরকার। কৃষকদের জীবন ও জীবিকার উন্নতির লক্ষ্যেব কেন্দ্র এই বিশেষ স্কিম চালু করছে। কৃষকদের জন্য ‘কিষান ঋণ পোর্টাল’ বা Kisan Rin Portal চালু করল কেন্দ্রীয় সরকার।এই বিশেষ পোর্টাল চালু হওয়ার ফলে চাষিরা লাভবান হবেন। এই পোর্টালের মাধ্যমে যাবতীয় তথ্য জানা যাবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর মঙ্গলবার এই ‘কিষান ঋণ পোর্টাল’ (Kisan Rin Portal) এর সূচনা করেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্কগুলিকে যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে দিতে হবে বলে নির্দেশ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman).

কিষান ঋণ পোর্টাল (Kisan Rin Portal) কী ?

কেন্দ্র সরকার কৃষকদের জন্য ‘কিষান ঋণ পোর্টাল’ (Kisan Rin Portal) চালু করেছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষকদের ঋণ সংক্রান্ত তথ্য, সুদের হার-সহ যাবতীয় তথ্য পাওয়া যাবে। অর্থাৎ কিষান খাণ পোর্টাল ইন্টিগ্রেশন পোর্টাল বা সম্মিলিত পোর্টাল হিসেবে কাজ করবে। এই পোর্টালের মাধ্যমে কৃষকরা কিষান ক্রেডিট কার্ডের আওতায় ভর্তুকিযুক্ত ঋণ পাবেন।

আরও পড়ুন – Swasthya sathi card – বড় ঘোষণা! স্বাস্থ্যসাথী কার্ডে জনসাধারণ আরও এক নতুন সুবিধা পাবেন, বিস্তারিত জানুন।

এই পোর্টালের ফলে কী কী সুবিধা পাওয়া যাবে?

১) ‘কিষান ঋণ পোর্টাল’-র (Kisan Rin Portal) মাধ্যমে কিষান ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট (Kisan Credit Card) সংক্রান্ত যাবতীয় তথ্য সহজেই পাওয়া যায়।
২) আধার কার্ডের মাধ্যমে প্রত্যেক কেসিসি অ্যাকাউন্টধারীর সত্যতা যাচাই করা হবে। তার ফলে প্রকৃত উপভোক্তাদের কাছে সহজেই সহায়তা পৌঁছে দেওয়া যাবে।
৩) যে সব কৃষকরা এখনও এই সহায়তা পাচ্ছেন না, সেটাও এই পোর্টালের মাধ্যমে নির্ধারণ পারবেন।

গত ৩০ মার্চ পর্যন্ত কিষান ক্রেডিট কার্ড (Kisan Credit Card) অ্যাকাউন্টের সংখ্যা ৭.৩৫ কোটি টাকা ছিল বলে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তরফে জানানো হয়েছে। এর মোট বরাদ্দের সীমা ৮.৮৫ লাখ কোটি টাকা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে অগস্ট পর্যন্ত কেন্দ্র সরকার অ্যাগ্রো-ক্রেডিট হিসেবে ৬,৫৭৩.৫ কোটি টাকা খরচ করেছে।

আরও পড়ুন – Extra holidays – বড় সুখবর! রাজ্যের সরকারি কর্মীদের জন্য নতুন করে ৩ দিন ছুটি বাড়ানো হল।

Related Articles

Back to top button