Free Aadhar card update – বর্তমানে প্রত্যেক ভারতবাসীর প্রধান পরিচয়পত্র হল আধার কার্ড। সমস্ত কাজেই আধার কার্ডের প্রয়োজন হয়। বর্তমানে এটি ছাড়া নাগরিকদের কোনও কাজ করাই আর সম্ভব নয়। কোন সরকারি কাজ হোক বা বেসরকারি কাজ সব ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজন হয়। এই আধার কার্ড নিয়েই গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। আপনার যদি একটি আধার কার্ড থাকে তবে এই তথ্যটি আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আধার কার্ড নিয়ে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা (Free Aadhar card update) জারি করেছে UIDAI কর্তৃপক্ষ।
UIDAI কর্তৃপক্ষ আধার কার্ড আপডেট করার নির্দেশিকা জারি করেছে। এই বিষয়ে ভারত সরকার তিন মাসের সময় দিয়েছে। ভারত সরকারের দেওয়া তিন মাসের সময়সীমা আগামী ১৪ জুন শেষ হচ্ছে। গত ১৫ মার্চ থেকে আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেটের (Free Aadhar card update) সুযোগ দিয়েছে UIDAI কর্তৃপক্ষ। এই দিনের মধ্যে পুরানো আধার কার্ড আপডেট না করলে ১৫ জুন থেকে বিভিন্ন কাজ আটকে যাবে। এছাড়াও পরে আপডেট করতে গিয়ে জরিমানা গুণতে হবে।
আরও পড়ুন – Bank Rules update – ব্যাঙ্কে নিয়ম বদলাতে চলেছে! বিপদে পড়ার আগে জেনে নিন।
হ্যাঁ ঠিকই শুনছেন, হাতে আর মাত্র ২ টা দিন। এর মধ্যে Aadhaar Card আপডেট না করলে এরপরই গুণতে হবে জরিমানা। আগামী ১৪ জুন মধ্যে পুরনো আধার কার্ড আপডেট করলে কোনও অর্থ খরচ করতে হবে না। আর ১৪ জুনের পরে আধার কার্ড আপডেট করলে ৫০ টাকা করে ফি দিতে হবে। এমনকি আধার কার্ড আপডেট না করলে তা বাতিল হয়ে যেতেও পারে।
আধার কার্ড আপডেট করার কারন কী?
প্রথম যখন আধার কার্ড বিষয়টি চালু হয় দেশের জনসংখ্যার একটা বড় অংশ তখনই আধার কার্ড তৈরি করেছিলেন। এতদিন আগে আধার কার্ড তৈরি করার কারনে অনেকের বাসস্থানের ঠিকানা, মুখের ছবি, বায়োমেট্রিক স্যাম্পেল ইত্যাদি বদলে গিয়ে থাকতে পারে। তাই UIDAI ঠিক করেছে ১০ বছরের বেশি পুরনো আধার কার্ড হলেই তা আপডেট করতে হবে। আধার কার্ড আপডেট বাধ্যতামূলক করা হয়েছে।
UIDAI কর্তৃপক্ষ আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড (Free Aadhar card update) আপডেটের সুযোগ দিয়েছে। তাই এর মধ্যে পুরনো আধার কার্ড আপডেট করে নেওয়াটাই ভালো। এই সময় সীমার মধ্যে আপডেট করলে কোনও টাকা খরচ করতে হবে না। আর যদি আধার আপডেট না করেন তাহলে বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে। অর্থাৎ ১০ বছরের বেশি পুরনো আধার কার্ড হলেই তা আপডেট করতে হবে।
Free Aadhar card update করবেন কীভাবে?
আধার কার্ড আপডেট করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসেই আধার কার্ড আপডেট করতে পারবেন। আপডেট করবেন কীভাবে দেখুন-
১) প্রথমে আপনাকে UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর সেখানে গিয়ে Aadhaar নম্বরটি দিতে হবে। এর পর OTP ভেরিফিকেশনের জন্য লগইন করতে হবে।
৩) এবার ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করতে হবে। সেখানে আইডি প্রুফ ও অ্যাড্রেস প্রুফের কপি আপলোড করতে হবে।
৪) আপলোড করলেই আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ আপনার আধার কার্ড আপডেট হয়ে যাবে।
আধার কার্ড আপডেট করার পাশাপাশি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার প্রক্রিয়াও এই সময়ের মধ্যেই সেরে ফেলতে হবে। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে এবং তার মধ্যে আপনার পুরনো আধার কার্ড আপডেট না হলে তা বাতিল ও হয়ে যেতে পারে। তাই সময় থাকতে আধার কার্ড আপডেট করে নিন।
আরও পড়ুন – Govt Guidelines – বিপদে পরার আগে এই মাসের মধ্যে সেরে ফেলুন এই তিনটে কাজ।