Haldia Job Vacancy : অষ্টম শ্রেণী পাশে হলদিয়া শিল্পাঞ্চলে কর্মী নিয়োগ কিভাবে আবেদন করবেন জানুন।

Haldia Job Vacancy : হলদিয়া শিল্পাঞ্চলে প্রতিনিয়ত বিভিন্ন টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে কর্মী নিয়োগ করা হয়।  এবারও এই প্রতিবেদনে আবারো এক ঝাঁক কর্মী নিয়োগ (Haldia Job Vacancy) করবে হলদিয়া শিল্পাঞ্চলের এই সমস্ত বেসরকারি সংস্থাগুলি। কোন সংস্থা কোন পদে কর্মী নিয়োগ করছে ও কতটা শূন্যপদ রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু পেয়ে যাবেন এই প্রতিবেদনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদন অনলাইন অফলাইন দুই ভাবেই করতে পারেন তবে এই আবেদন ১৪ই ডিসেম্বর ২০২৩ এর দুপুর বারোটার মধ্যে করতে হবে। কোন পদে কি যোগ্যতা লাগবে সমস্ত পড়ে তারপরে আবেদন করুন। যদি আপনি অফলাইনে আবেদন করতে চান তাহলে আপনার আবেদন পত্রটি কোথায় জমা দেবেন সমস্ত ঠিকানা  পেয়ে যাবেন এই প্রতিবেদনে।

হলদিয়া শিল্পাঞ্চলে কর্মী নিয়োগ (Haldia Job Vacancy)

1) পদের নাম – Unskilled Labour

শূন্যপদ১৫টি
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণী পাশ
অভিজ্ঞতা (Experience) ১ বছরের Miscellaneous কাজের অভিজ্ঞতা
বয়সসীমা২৪-৪০ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ১৪ই ডিসেম্বর, ২০২৩

আরও পড়ুন – UCO Bank Jobs – UCO ব্যাংকে অসংখ্য শুন্যপদে কর্মী নিয়োগ, অফলাইনে আবেদন করুন।

বেতন ও অন্যান্য সুবিধা এবং কাজের মেয়াদ

নিদ্ধারিত সংস্থার সঙ্গে ৬ মাসের চুক্তির মেয়াদ পর্যন্ত কাজ করতে পারবেন। বেতন রাজ্য সরকার নির্ধারিত মিনিমাম ওয়েজেস দেওয়া হবে। আবেদন (Haldia Job Vacancy) করতে হলে আবেদন পত্রটি নিচে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে।
কাজের সাইট – Gokul Agro Resources Limited,
নিয়োগকারী সংস্থা – S R ENTERPRISE
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা – Vill.-Baishnabchak, P.O.-Debhog, Haldia, Dist.- Purba Medinipur,
Pin-721657

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তিView
আবেদন পত্র – PDF FileDownload

2) পদের নাম – Rigger(Height Work), Fabricator, Tank Fitter, Gas cutter, Welder, Grinder, Helper, Supervisor

শূন্যপদ১৫ টি
(কোন পদে কত শূন্যপদ জানতে নিচে দেওয়া বিজ্ঞপ্তি দেখুন)
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণী পাশ
অভিজ্ঞতা (Experience)কোন অভিজ্ঞতা লাগবে না।
বয়সসীমা৬০ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ১৪ই ডিসেম্বর, ২০২৩

বেতন ও অন্যান্য সুবিধা এবং কাজের মেয়াদ (Haldia Job Vacancy)

নিদ্ধারিত সংস্থার সঙ্গে ৩০ দিনের চুক্তির মেয়াদ পর্যন্ত কাজ করতে পারবেন। বেতন রাজ্য সরকার নির্ধারিত মিনিমাম ওয়েজেস দেওয়া হবে। আবেদন করতে হলে আবেদন পত্রটি নিচে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে।
কাজের সাইট – M/S Ruchi Infrastructure Ltd.
নিয়োগকারী সংস্থা – New Height
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা –  Bedouin Apartment, Basudevpur, Khanjanchak, Haldia, Purba Medinipur-721602

আরও পড়ুন – IOCL Apprentice Recruitment – ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে কর্মী নিয়োগ। মোট শূন্যপদ ১৬০৩ টি @www.iocl.com

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তিView
আবেদন পত্র – PDF FileDownload

3) পদের নাম – Fitter, Khalasi, Helper

শূন্যপদFitter – ৩টি, Khalasi – ৩টি, Helper – ৪টি,
শিক্ষাগত যোগ্যতা1) Fitter – HS অথবা ITI পাশ
2) Khalasi – অষ্টম শ্রেণী পাশ
3)Helper – অষ্টম শ্রেণী পাশ
অভিজ্ঞতা (Experience)নির্দিষ্ট কাজে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা২৪-৪০ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ১৪ই ডিসেম্বর, ২০২৩

বেতন ও অন্যান্য সুবিধা এবং কাজের মেয়াদ (Haldia Job Vacancy)

নিদ্ধারিত সংস্থার সঙ্গে ৬ মাসের চুক্তির মেয়াদ পর্যন্ত কাজ করতে পারবেন। বেতন রাজ্য সরকার নির্ধারিত মিনিমাম ওয়েজেস দেওয়া হবে। আবেদন করতে হলে আবেদন পত্রটি নিচে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে।
কাজের সাইট – Gokul Agro Resources Limited,
নিয়োগকারী সংস্থা – S R ENTERPRISE
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা – Vill.-Baishnabchak, P.O.-Debhog, Haldia, Dist.- Purba Medinipur,
Pin-721657

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তিView
আবেদন পত্র – PDF FileDownload

4) পদের নাম – Helper, Bar Bender

শূন্যপদ৩০ টি
(Helper – ১০ টি, Bar Bender- ২০টি)
শিক্ষাগত যোগ্যতা৫ম শ্রেণী পাশ
অভিজ্ঞতা (Experience)Helper কাজের জন্য অভিজ্ঞতা না থাকলেও হবে।
১ থেকে ৩ বছর Bar Bender কাজের অভিজ্ঞতা থাকলে হবে।
বয়সসীমাHelper কাজে – ১৮-৪০ বছরের মধ্যে থাকতে হবে।
Bar Bender কাজে – ১৮-৫৮ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ১৪ই ডিসেম্বর, ২০২৩

বেতন ও অন্যান্য সুবিধা এবং কাজের মেয়াদ

নিদ্ধারিত সংস্থার সঙ্গে ৫ মাসের চুক্তির মেয়াদ পর্যন্ত কাজ করতে পারবেন। বেতন রাজ্য সরকার নির্ধারিত মিনিমাম ওয়েজেস দেওয়া হবে। আবেদন করতে হলে আবেদন পত্রটি নিচে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে।
কাজের সাইট – M/s Haldia Petrochemicals Ltd
নিয়োগকারী সংস্থা – AKASH GANGA INFRAVENTURES INDIA PVT LTD
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা – Plot No. 31, First Floor, CSC Market, Block-A, Saraswati Vihar, Pitampura, New Delhi- 110034

আরও পড়ুন – Haldia Job Vacancy : হলদিয়া পেট্রোকেমে ১১০ টি বিভিন্নপদে কর্মী নিয়োগ।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিশিয়াল বিজ্ঞপ্তিView
আবেদন পত্র – PDF FileDownload

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্য। sakalerbarta.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমাদের অবচেতন মনে কোন ভুলের জন্য আমরা দায়ী নই, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের Disclaimer.