Post Office RD – পোস্ট অফিসের এই স্কিমে কম বিনিয়োগে বড় লাভ পাবেন! এছাড়াও একাধিক সুবিধা রয়েছে, বিনিয়োগ মানেই লাভ ও ভাল রিটার্নের পাশাপাশি গচ্ছিত অর্থও সুরক্ষিত থাকে। বর্তমানে মুদ্রাস্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাই ভবিষ্যতের জন্য সঞ্চয় অত্যন্ত জরুরী। বিনিয়োগের ক্ষেত্রে মধ্যবিত্তরা একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বিকল্প খোঁজেন। বিনিয়োগকারীরা তাদের অর্থ এমন নিরাপদ বিকল্পগুলিতে বিনিয়োগ করতে চান যাতে ভাল রিটার্ন পাওয়া যায়। তাই অনেকেই বিনিয়োগের জন্য আজও পোস্ট অফিসকে বেছে নেন।
ব্যাঙ্কের থেকেও পোস্ট অফিসকে বেশি ভরসা যোগ্য মনে করেন অনেকেই। এর অন্যতম কারণ হল এখানে বিনিয়োগ করলে অর্থের নিরাপত্তা নিয়ে আর কোন ভাবনা থাকে না। অল্প সঞ্চয়ে মোটা রিটার্ন দেওয়ার ক্ষেত্রে পোস্ট অফিসে একাধিক স্কিম রয়েছে। রেকারিং ডিপোজিট (Recurring Deposit) বা আরডি (RD) হল পোস্ট অফিসের (Post Office RD) একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। পোস্ট অফিসের রেকারিংয়ে (Recurring) কম বিনিয়োগ করে বেশি লাভ পাওয়া যায়। এছাড়াও এই স্কিমের কী কী সুবিধা রয়েছে তা জেনে নিন-
রেকারিং ডিপোজিট (RD) কি?
রেকারিং ডিপোজিট (RD) হল একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। এই প্রকল্পে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য জমা করতে পারেন। এই প্রকল্পে চক্রবৃদ্ধি হারে সুদ মাসিক ভিত্তিতে পাওয়া যায়। যারা প্রতিমাসে অল্প অল্প করে সঞ্চয় করতে চান এবং একটি নির্দিষ্ট সময়ের পর বড় এমাউন্ট পেতে চান তাদের জন্য এই প্রকল্পটি উপযুক্ত।
আরও পড়ুন – পাঁচ বছরে ডবল হবে আপনার টাকা ! LIC এর নতুন প্লানে।
Post Office RD অ্যাকাউন্ট কারা খুলতে পারেন ?
১০ বছরের বেশি বয়সী যে কোন ভারতীয় নাগরিক পোস্ট অফিস RD অ্যাকাউন্ট খুলতে পারে। এমনকি জয়েন্ট একাউন্ট খোলা যায়।
রেকারিং ডিপোজিট কত টাকা জমা করতে হবে?
আমানতকারীরা ন্যূনতম ১০০ টাকার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। সর্বোচ্চ জমানোর কোনো সীমা নেই। প্রতি মাসে ১০ টাকার গুণিতকে নিজেদের বিনিয়োগ বাড়াতে পারেন আমানতকারী।
রেকারিং ডিপোজিটে (Post Office RD) সুদের হার কত?
বর্তমানে পোস্ট অফিস RD-তে ৫.৮% সুদ দেয়, যা সরকার প্রতি ত্রৈমাসিকে নির্ধারণ করে। চলতি বছরের ১ জানুয়ারি থেকেই এই নতুন সুদের হার কার্যকর হয়েছে।
RD-এর মেয়াদ কত বছরে পূর্ণ হয় ?
অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে পাঁচ বছর বা ৬০ মাস পরে এই স্কিমের মেয়াদ পূর্ণ হয়। অ্যাকাউন্ট খোলার এক বছর পরে আমানতকারীরাও তাদের পরিমাণের ৫০ শতাংশ পর্যন্ত তুলতে পারেন। এছাড়াও আমানতকারীরা অ্যাকাউন্ট খোলার এক বছর পরে তাদের আমানতের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারেন।
Post Office RD ৩৩৩ টাকা বিনিয়োগ করে কিভাবে ১৬ লক্ষ পাবেন?
বর্তমান ৫.৮ শতাংশ সুদের হারে একজন বিনিয়োগকারী প্রতি মাসে ১০,০০০ টাকা বা প্রতিদিন প্রায় ৩৩৩ টাকা বিনিয়োগ করে প্রায় ১৬ লক্ষ টাকা আয় করতে পারেন। মোট টাকা জমা দিয়ে দশ বছরের জন্য ১২ লক্ষ প্রত্যাশিত রিটার্ন পাবেন। ৪.২৬ লক্ষ সুদের পর মোট রিটার্ন ১৬.২৬ লক্ষ টাকা হবে। প্রতি তিন মাসে চক্রবৃদ্ধি হারে সুদ গণনা করা হয়, যা বিনিয়োগকারীদের নিয়মিত রিটার্ন দিয়ে থাকে।
রেকারিং ডিপোজিট এর বিশেষ সুবিধাগুলি হল?
১) একটি নিরাপদ বিনিয়োগ বিকল্প।
২) গ্যারান্টিযুক্ত রিটার্ন।
৩) ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায়।
৪) প্রতিমাসে অল্প পরিমাণে সঞ্চয় করে ভাল রিটার্ন পাওয়া যায়।
৫) অ্যাকাউন্টে জমা হওয়া মোট অর্থের 50% ঋণ পেতে পারেন
কারও যদি সঞ্চয় করার ক্ষমতা কম থাকে তাহলে পোস্ট অফিস আরডি-র দিকে যাওয়া উচিত। কারন এটি বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ মাধ্যম। পোস্ট অফিসের এই স্কিমে (Post Office RD) বিনিয়োগ করে দুর্দান্ত মুনাফা অর্জন করা যায়। Post Office RD স্কিমে বিনিয়োগ করে আপনি একটি নিরাপদ আর্থিক ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন।
আরও পড়ুন- Fixed Deposit – আকর্ষণীয় হারে সুদ পেতে চান কি? তাহলে দেখে নিন কোন ব্যাঙ্ক কত সুদের হার দিচ্ছে