SBI WhatsApp Banking – এসবিআই ব্যাংকিং পরিষেবা আরও সহজ হল, এবার থেকে এই সুবিধা গুলি পাবেন WhatsApp ব্যাংকিং পরিষেবা এখন থেকে আরও সহজ হতে চলেছে। এসবিআই তাঁর গ্রাহকদের জন্য এনেছে দারুন এক সুখবর। তাদের পরিষেবা গ্রাহকদের কাছে যাতে আরো স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে ওঠে তার জন্যই এক নতুন প্রয়াস। কি সেই সুখবর আসুন জানবো আজকের এই প্রতিবেদনে, যা জানলে আপনিও হয়ে উঠতে পারেন লাভবান।
এসবিআই তার গ্রাহকদের জন্য whatsapp ব্যাংকিং পরিষেবা শুরু করেছে যাতে করে গ্রাহকরা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মাধ্যমে নিজের একাউন্ট সম্পর্কে ওয়াকিবহল থাকতে পারে। তবে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকরা কি কি সুবিধা পাবেন সেগুলো নিয়ে আলোচনা করব সবিস্তারে।
কিভাবে নিজের মোবাইলে চালু করবেন SBI WhatsApp Banking পরিসেবা?
প্রথমেই এই পরিষেবা কিভাবে নিজের মোবাইলে চালু করবেন তা জেনে নেওয়া প্রয়োজন। তার জন্য গ্রাহকদের https://sbi.co.in/hi/web/personal-banking/digital/ এই whatsapp-banking লিংকে ঢুকে নিজের মোবাইল নম্বর এবং কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে এই পরিষেবা চালু করতে পারেন। তবে রেজিস্ট্রেশনের পর গ্রাহকদের 9022690226 নম্বরে হাই মেসেজ লিখে পাঠাতে হবে এবং পরবর্তী নির্দেশ বা বার্তার জন্য অপেক্ষা করতে হবে। ব্যাংকের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ যা পাঠানো হবে তা অবলম্বন করলে এই whatsapp ব্যাংকিং পরিষেবা খুব সহজেই চালু করা যাবে।
আরও পড়ুন – ATM Card Rules – ATM কার্ড দিয়ে টাকা তোলার নতুন নিয়ম জানেন? ব্যাংকের এই নিয়ম না জানলেই বিপদ
উপরের পদ্ধতি ছাড়াও আপনারা এই পরিসেবা পেতে হলে এসবিআই গ্রাহকদের নিজের একাউন্টের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বর দিয়ে যাও WAREG ACCOUNT NUMBER লিখে+917208933148 নম্বরে এসএমএস করতে হবে। রেজিস্ট্রেশন এর কাজ সম্পন্ন হলে এর পরে গ্রাহকদের মোবাইল নম্বর এসবিআই এর তরফ থেকে একটি মেসেজ পাঠানো হবে। নিজের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 9022690226 নম্বরে হাই লিখে পাঠাতে হবে। তাহলেই পরিষেবাটি মুহূর্তে চালু হয়ে যাবে।
whatsapp পরিষেবা চালু করলে গ্রাহকরা তিনটি অপশন যেমন মিনি স্টেটমেন্ট ব্যালেন্স চেক এবং অন্যান্য পরিষেবা অপশন পাবেন। নিজের প্রয়োজন অনুসারে বিকল্পটি বেছে নিতে হবে।
এবার আসুন জেনে নিই এই পরিষেবা চালু করলে কি কি সুবিধা পেতে পারেন গ্রাহকরা।
- শেষ ১০ টি লেনদেনের মিনি স্টেটমেন্টটা চেক করা যাবে।
- একাউন্ট স্টেটমেন্ট জানার ক্ষেত্রে আড়াইশো টি লেনদেনের তথ্য পর্যন্ত পাওয়া সম্ভব হবে।
- পেনশন স্লিপ সার্ভিস সম্পর্কে জানতে পারবেন গ্রাহকরা।
- রেকারিং ডিপোজিট ডিপোজিট ইত্যাদি সুদের হার সম্পর্কেও তথ্য পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। *কার লোন, গোল্ড লোন কিংবা এডুকেশন লোনের সম্পর্কেও গ্রাহকরা জানতে পারবেন। এনআরআইদের জন্য হচ্ছে বিশেষ ব্যবস্থা এনআরআই ওদের একাউন্টের বৈশিষ্ট্য এবং সুদের হার সম্পর্ক তথ্য জানা যাবে হোয়াটসঅ্যাপে ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে।
আরও পড়ুন – Summer Vacation – গরমে কবে থেকে বন্ধ থাকছে স্কুল? গরমে একটানা বন্ধ থাকছে স্কুল এতদিন।