Advertisement

টানা ছুটির ঘোষণা! আগস্ট মাসের ছুটির তালিকা (Holiday List) প্রকাশ করেছে রাজ্য সরকার।

আগস্ট মাসের ছুটির তালিকা (Holiday List 2025) প্রকাশ করেছে রাজ্য সরকার। বিভিন্ন জাতীয়, রাজ্যস্তরীয় এবং স্থানীয় ছুটির কারণে সারা মাস জুড়ে অনেকগুলো দিন বন্ধ থাকতে চলেছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসগুলি। এই আবহে খুশির মেজাজ দেখা দিয়েছে পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সরকারি চাকরিজীবীদের মধ্যে।

সারাবছর কাজের ফাঁকে সবাই একটু ছুটি খোঁজেন নিজের পরিবার অথবা বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটানোর জন্য। তাই আর দেরি না করে ঝটপট ছুটির দিনগুলি দেখে নিয়ে প্ল্যানিং শুরু করে দিন এখনই।

আরও পড়ুন – PM Kisan 20th installment- পিএম কিষাণ প্রকল্পের ২০তম কিস্তির টাকা পাবেন এবার এই কৃষকরা

আগস্ট মাসের পূর্ণ ছুটির লিস্ট (Holiday List)

এই বছরের আগস্ট মাসে প্রথম উল্লেখযোগ্য ছুটি পড়েছে ৯ আগস্ট, শনিবার, রাখিপূর্ণিমা উপলক্ষে। যেহেতু এটি দ্বিতীয় শনিবার, তাই ব্যাংক এমনিতেই বন্ধ থাকবে, পাশাপাশি স্কুল-কলেজেও ছুটি থাকবে। এই দিন ভাই-বোনের সম্পর্ক উদযাপন করার আদর্শ সময়, এবং কর্মব্যস্ত জীবনে একটু স্বস্তির পরশ এনে দেবে।

এরপর রয়েছে স্বাধীনতার মহান দিন, ১৫ আগস্ট, শুক্রবার। এই দিনটিকে কেন্দ্র করে আগামী ১৬ আগস্ট (শনিবার) ও ১৭ আগস্ট (রবিবার) মিলিয়ে কর্মীদের জন্য থাকছে টানা তিন দিনের ছুটি। স্বাধীনতা দিবস শুধু ছুটি নয়, বরং এটি জাতীয় গৌরব ও সম্মানের দিন। পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশপ্রেমে ভরা পরিবেশে দিনটি উদযাপন করার পর পরিবারের সঙ্গে দু’দিন বিশ্রাম — নিঃসন্দেহে এক বিশেষ অভিজ্ঞতা।

আরও পড়ুন – Chanakya niti – ধনী হতে চান ? চাণক্যের এই ৫ নীতি আপনাকে মুহূর্তে করে দিতে পারে কোটিপতি

১৬ আগস্ট পড়েছে জন্মাষ্টমী উৎসব, যেটিও কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি হিসেবে গণ্য হয়। ফলে ছুটির আনন্দ আরও বাড়বে। যাঁরা ভ্রমণপ্রেমী, তাঁদের জন্য এই টানা তিন দিনের ছুটি একেবারে উপযুক্ত সময়। দীঘা, মন্দারমণি, শান্তিনিকেতন কিংবা পাহাড়ি এলাকায় ছোট ট্রিপের পরিকল্পনা এখন থেকেই করে ফেলাই ভালো।
এছাড়া সামনে আছে দুর্গাপুজো, যার ছুটি ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এবং চলবে ৮ অক্টোবর লক্ষ্মীপুজো পর্যন্ত। একইসঙ্গে কালীপুজো (২০ অক্টোবর) ও ভাইফোঁটা (২৩ অক্টোবর) নিয়েও আসছে টানা ছুটির (Holiday List 2025) সম্ভাবনা।

Related Articles

Back to top button