Birth Certificate Correction: একজন নাগরিকের জন্ম প্রমাণপত্র তাঁর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। তবে অনেক সময়েই দেখা যায় যে বার্থ সার্টিফিকেটে লিখিত তথ্যে ভুল রয়েছে। জন্ম প্রমাণপত্রে বাবা, মায়ের নাম, অথবা ঠিকানা যদি ভুল থাকে তাতে সমস্যা হতে পারে। তাই তথ্য ভুল থাকলে তা দ্রুত সংশোধন করার প্রয়োজন। এখন বাড়িতে বসেই বার্থ সার্টিফিকেটের বা Birth Certificate তথ্য সংশোধন সম্ভব। অনলাইনের মাধ্যমে এই কাজ সেরে নিতে পারবেন নাগরিকরা। কিভাবে করবেন তথ্যের সংশোধন? স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল আজকের এই প্রতিবেদনে।
Birth Certificate Correction 2024
বর্তমানে বার্থ সার্টিফিকেটের তথ্য এডিটর বা Birth Certificate Correction জন্য নানান দপ্তরে ছোটাছুটি করার প্রয়োজন পড়েনা। বাড়িতে বসেই অনলাইনে তথ্য এডিট সম্ভব। কিন্তু সেক্ষেত্রে কিছু ডকুমেন্ট হাতের কাছে রাখতে হবে। একজন নাগরিকের বার্থ সার্টিফিকেটের (Birth Certificate) তথ্য এডিট করার জন্য বেশ কিছু ডকুমেন্ট থাকা বাঞ্ছনীয়।
Birth Certificate Correction কি কি ডকুমেন্ট লাগবে?
- ১) জন্ম প্রমাণপত্রে নিজের অথবা শিশুর নাম পরিবর্তন করতে হলে কোর্টের Affidavit বা হলফনামা শংসাপত্র লাগবে।
- ২) জন্ম প্রমাণপত্রে ঠিকানা পরিবর্তন করতে চাইলে বাবা মায়ের নথি সঙ্গে থাকলেই তা করা সম্ভব।
- ৩) বার্থ সার্টিফিকেটে বাবার/মায়ের নাম ভুল থাকলে সেক্ষেত্রে যার নাম সংশোধন হবে তাঁর আধার কার্ড/রেশন কার্ড/ভোটার কার্ড/রেজিস্টারের কাছ থেকে সার্টিফিকেট/পাসপোর্ট যেকোনো একটি ডকুমেন্ট লাগবে।
বার্থ সার্টিফিকেটে ভুল সংশোধন (Birth Certificate Correction) করবেন কিভাবে?
১) বাড়িতে বসে বার্থ সার্টিফিকেটের তথ্য এডিট (Birth Certificate Correction) করতে হলে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের জন্ম-মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২) এরপর যেতে হবে Citizen Service – Birth – Birth Certificate Correction এ পরপর ক্লিক করতে হবে।
৩) এরপর নতুন একটি পেজ খুলবে। যেখানে জন্ম সার্টিফিকেটের নম্বর উল্লেখ করবেন ও ‘Get OTP’-তে ক্লিক করতে হবে। এরপর আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। তা উল্লেখ করুন ও ‘সাবমিট ওটিপি (Submit OTP)’ অপশনে ক্লিক করুন।
আরও পড়ুন – Maandhan Yojona: কেন্দ্রের এই প্রকল্পে মিলবে মাসে ৩০০০ টাকা। আবেদন করুন অনলাইনে
৪) এরপর নীচে জন্ম সার্টিফিকেটের তথ্য চলে আসবে। তথ্য এলে পর পাশে থাকা ‘Apply’ বটন টিতে ক্লিক করুন। এরপর নতুন একটি পেজ ওপেন হবে।
৫) স্ক্রিনে নতুন পেজটি এলে সমস্ত ভুল তথ্যগুলি সংশোধন করে দরকারি ডকুমেন্টগুলি আপলোড করুন। ডকুমেন্ট আপলোড করতে হবে পিডিএফ আকারে। যার সাইজ হবে 250KB-এর মধ্যে।
৬) সমস্ত তথ্য আপডেট হয়ে গেলে ও সবকটি ঘর ফিল আপ হয়ে গেলে ‘সাবমিট’ অপশনটিতে ক্লিক করুন। এটি করলেই আপনার আবেদন জমা পড়ে যাবে। এরপর একটি ‘Acknowledgement No’ পাবেন যা আপনার রেজিস্টার মোবাইল নম্বরে চলে আসবে।
৭) এই নম্বরটি ততোধিক গুরুত্বপূর্ণ কারণ নম্বরটি দিয়ে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। তথ্য এডিট হয়ে গেলে পুনরায় সাইটে ভিজিট করে আপডেট স্ট্যাটিসটি চেক (Birth Certificate status check) করে নিন।