নিউজ ডেস্কঃ মার্কিন মূলুকে লড়াই চলছে হাড্ডাহাড্ডি।হোয়াইট হাউজের দৌড়ে এগিয়ে বাইডেন।একদিকে যেমন ডেমোক্র্যাটোদের দখলে নিউ ইয়র্ক,নিউ জার্সি,ক্যালিফোর্নিয়া। অন্যদিকে তেমনি মিসিসিপি ও কানসাস রিপাবলিকানদের দখলে। আর হোয়াইট হাউজ এর দখলের জন্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
বাইডেন এদিন ট্রাম্পের থেকে অনেকটাই এগিয়ে।হোয়াইট হাউজের দখলে ম্যাজিক ফিগার ২৭০।এখনো অবধি ২৩৭ ইলেকট্ররাল ভোট পেয়ে জয়ী বাইডেন।ট্রাম্প পেয়েছে ২১০ টি ইলেকট্ররাল ভোট।ডেমোক্রেটোরা রিপাবলিকানদের থেকে অনেকটাই এগিয়ে।
আবার ট্রাম্প থেকে এগিয়ে বাইডেন।ইলিনয়েস,ওয়াশিংটন,ক্যালিফোর্নিয়া বাইডেনের দখলে।ট্রাম্পের দখলে রয়েছে ওকলাহোমা,ওয়েস্ট ভার্জিনিয়া, মিসিসিপি।নির্বাচন প্রসঙ্গে এদিন বাইডেন জানান আমি ভীষণ খুশি,নির্বাচন শেষ হওয়া অবধি ধৈর্য্য রাখতে হবে।