নিউজ ডেস্কঃ পোষ্যদের নিয়ে মাঝে মাঝেই উঠে আসে নানান রকম মজার ঘটনা।আর সেসব ঘটনা শুনে সবাই অবাক হন।এদিন ব্রিসবনে একটি টিয়া তার মালিককে এমনভাবে আগুন এর হাত থেকে বাচালেন যা শুনে আপনার চক্ষু চড়কগাছ হয়ে যাবে।দমকল বিভাগের মতে ঐ টিয়া শুধু মালিক নয় বাচিয়েছেন অন্যদেরকেও।
কারন ঐ টিয়ার জন্য বাকি বাড়িগুলিতে আগুন লাগার অনেক আগেই আগুন নেভানোর কাজ শুরু হয়ে গিয়েছে।ব্রিসবনের বাসিন্দা অ্যান্টন এনগুয়েন বুধবার আগুন লাগার সময় ঘরে ঘুমোচ্ছিলেন।তবে স্মোক ডিটেক্টর থাকলেও তার আগেই পোষ্য টিয়া সতর্ক করে তার মালিককে।ফলে কিছু সময় পেয়ে তড়িঘড়ি তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে এসে প্রানে বেঁচে যান।
অ্যান্টন এদিন বলেছেন ‘প্রথমে কিছুই আঁচ করতে পারিনি কারন স্মোক এলার্ম বাজেনি।কিন্তু ধোয়ার গন্ধ পেয়ে টিয়া ‘এরিক’ অ্যান্টন অ্যান্টন বলে চিৎকার করতেই ঘুম ভেঙে বুঝতে পারি কিছু হয়েছে।এরপর এরিককে সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখি বাড়ির পেছনে আগুন লেগেছে ও ধোয়া বেরোচ্ছে।’