নিউজ ডেস্কঃ কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ করেছে নাগাল্যান্ড সরকার কিন্তু এবার সেই আইনেই বাধ সাধলো হাইকোর্ট।রাজ্য সরকারের তরফে জবাব চেয়ে পাঠিয়েছে হাইকোর্ট।উল্লেখ্য যে গত ৪ জুলাই রাজ্যজুড়ে কুকুরের মাংস বিক্রি বন্ধ করে আইন পাশ করেছিল নাগাল্যান্ড সরকার।এই আইন পাশের পর পরই কুকুরের মাংস বিক্রেতারা এই আইকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দারস্থ হন। আদালতের দারস্থ হয়ে মাংস বিক্রেতারা জানান কুকুরের মাংস বিক্রি এতদিন এখানে আইনত বৈধ ছিলো। এছাড়াও তাদের মাংস বিক্রির জন্য বৈধ লাইসেন্সও আছে।
এই মাংস বিক্রি করেই তাদের পেট চলে।আর করোনাকালে এই মাংস বিক্রি করলে তাদের রুটি রুজিতে আঘাত হানতে চাইছে সরকার।
বিচারপতি এস হুকাতোর কথায় পরবর্তী শুনানি অবধি স্থগিতাদেশ জারি থাকবে। কোহিমা বেঞ্চ নয়া আইনে স্থগিতাদেশ জারি করেছে।রাজ্য সরকারের তরফে জবাব চেয়েছে হাইকোর্ট। অন্যদিকে মূখ্যসচিব তেমজেন টয়ের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে,’সরকার কুকুর বিক্রি,বানিজ্যিক আমদানি এবং কুকুরের মার্কেটকে নিষিদ্ধ ঘোষণা করলো।মন্ত্রীসভায় এই সিদ্ধান্ত নেওয়ার পর বিভিন্ন রেস্তোরাঁয় ও বাজারগুলিতে কুকুরের মাংস বিক্রি বন্ধ হয়ে যায়।কিন্তু নাগাল্যান্ডে কুকুরের মাংস জনপ্রিয় খাদ্য।আর উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে কুকুরের মাংস দিয়ে ভোজ একটি জনপ্রিয় বিষয়।এসব সমস্ত দাবি মেনে নিয়েই স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট।