নিউজ ডেস্কঃ নড্ডা ও কৈলাশ বিজয়বর্গীদের কনভয়ে হামলা।বৃহস্পতিবার সকালে তাদের ।ডায়মন্ড হারবার যাওয়ার পথে দক্ষিণ চব্বিশ পরগনার শিরকোল সহ বেশ কিছু এলাকায় হামলা করা হয়।বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অভিযোগ করেছেন,’তৃনমূলের তরফে পরিকল্পনা মাফিক এই হামলা করা হয়েছে।’ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র।এদিকে যদিও মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়,তৃনমূল নেতা অভিষেক বন্দোপাধ্যায় সহ একাধিক নেতা মন্ত্রী বলেছেন শিরকোলে তেমন কিছু ঘটনা ঘটেনি।মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, গতকাল প্রচার পাননি।গুন্ডা নিয়ে জনসংযোগে গিয়েছিলেন?কোথাও কোনরকম অশান্তি হয়নি।শুধু শুধু মিথ্যা বলছে বিজেপি।’ এদিকে ঘটনার পরপরই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে কথা বলেন নড্ডা।এরপর কেন্দ্রীয় মন্ত্রীরা একের পর এক টুইট করে নিজেদের কড়া মনোভাব ব্যাক্ত করেন।অমিত শাহ টুইট করে লিখেন,’আজ বাংলায় বিজেপির সভাপতি জেপি নড্ডাজির উপর আক্রমণ খুবই নিন্দনীয়।কেন্দ্রীয় সরকার এই ঘটনাকে খুব গুরুত্ব দিয়ে দেখছে।এই হিংসার জন্যে বাংলার শান্তিকামী মানুষকে সরকারকে জবাব দিতে হবে। এরপরই তিনি সরাসরি রাজ্য সরকারকে টুইট করে বলেছেন,’তৃনমূল শাসনের অধীনে বাংলার অত্যাচার,অরাজকতা,অন্ধকারের যুগে পরিনত হয়েছে।’ টিএমসির অধীনে বর্তমানে বাংলায় যে ভাবে রাজনৈতিক হিংসা প্রাতিষ্ঠানিক ভাবে স্বীকৃতি পাচ্ছে এবং চরম আকার নিচ্ছে তা গণতান্ত্রিক মতবাদে বিশ্বাসী সমস্ত মানুষের কাছে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।’
TMC goons attacked Kailash ji at Sirakal more, Diamond Harbour. Aimed bricks at him. Why Pishi and Bhaipo are so scared? Shameful act of cowardice! Clearly Pishi & her goons are fearful of people’s support for BJP in West Bengal. #BengalSupportsBJP pic.twitter.com/v9hblXevu9
— BJP Bengal (@BJP4Bengal) December 10, 2020
নড্ডার সাথে কথা বলে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে বলেছেন,’কনভয়ে হামলার পর নড্ডাজির সাথে কথা বলেছি,তার কাছ থেকে তথ্য পেয়েছি।এই ঘটনা আসলে রাজ্যের ক্রমহ্রাসমান আইনশৃঙ্খলার প্রতিচ্ছবি।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নড্ডার কনভয়ে যে হামলা হতে পারে তা আগাম জানিয়ে চিঠি দিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এই বার্তা যে স্পষ্ট ছিলো তা ইটবৃষ্টির পর মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।এরপর পীযুষ গয়ালও ঘটনার তীব্র নিন্দা করে বলেন,’খুব নিন্দনীয় ঘটনা। রাজ্যে জনপ্রিয়তা বাড়ছে বিজেপির আর তাতে শাসকদল অস্বস্তিতে এই ঘটনা সেটাই প্রমাণ করলো। বাংলায় গনতন্ত্রের অপমান করা হচ্ছে।’বৃহস্পতিবার নড্ডার কনভয়ে হামলার তদন্তে কাউকে দোষী পেলে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।এদিন কোলকাতার মেন রোডে একটি জনসভায় তিনি বলেন,”আমি পুলিশকে তদন্ত করতে বলেছি।জানিনা কোথায় কি হয়েছে।তবে এটা জানি সম্মান পেলে সম্মান দিতে হয়।”